shershanews24.com
ঋণের চাপ সইতে না পেরে ইঁদুরের বিষ খেয়ে নৈশপ্রহরীর আত্মহত্যা
সোমবার, ১৯ মে ২০২৫ ০৭:২২ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় দিশেহারা হয়ে নৈশপ্রহরী বাদশা মিয়া (৪০) ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত বাদশা মিয়া ফুলবাড়ী সদরের কুটিচন্দ্রখানা চোত্তাবাড়ী এলাকার ইমাম আলীর ছেলে। এবং উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হীরু।

স্থানীয়রা জানান, ব্যাংক ঋণসহ এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে ১৮ থেকে ২০ লাখ টাকা ঋণ হয়েছে তার। এসব ঋণের টাকা পরিশোধ করতে না পারায় দিশেহারা হয়ে পড়েন তিনি। এ নিয়ে তার পরিবারেও অশান্তি দেখা দিয়েছে।

পাওনাদারদের চাপ এবং ঋণের দুশ্চিন্তায় তিনি কয়েক মাস ধরে মানসিক যন্ত্রণায় ভেঙে পড়েন। একপর্যায়ে পরিবারের অজান্তে রোববার রাত সাড়ে ১০টার দিকে ইঁদুর মারার বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম জানান, এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় পুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শীর্ষনিউজ/ এ. সাঈদ