shershanews24.com
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত  ৫
সোমবার, ১৯ মে ২০২৫ ০৫:১৬ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

 শীর্ষনিউজ, হবিগঞ্জ:  হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে জন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

সোমবার দুপুর আড়াইটার দিকে মহাসড়কের বাহুবলের চারগাঁও এলাকায় দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনার সময় তুমুল বৃষ্টিপাত হচ্ছিল। সময় সিলেটগামী শামীম এন্টারপ্রাইজের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা রিয়েল কোচ পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত অবস্থায় বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শীর্ষনিউজ/এম কে