shershanews24.com
শরীয়তপুরে সওজ’র জমি থেকে উচ্ছেদ অভিযান
সোমবার, ১৯ মে ২০২৫ ০৪:৩২ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

মো: বোরহান উদ্দিন রব্বানী, শরীয়তপুর: শরীয়তপুর-ঢাকা মহাসড়কের সড়ক ও জনপথের জমি থেকে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করা হয়। আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে জেলা শহরের ধানুকা এলাকার ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

সড়ক বিভাগ সূত্র জানিয়েছে ধানুকা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত  সড়কের জায়গা জবরদখলকৃত ১৪৬টি অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে মুক্ত করা হবে। উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সড়ক বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী অংশগ্রহণ করেন।  

শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানিয়েছে, শহরের ধানুকা হতে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত ৬০ থেকে ৭০ ফুট প্রস্থ মহাসড়কের জমি অবৈধ ভাবে দখল করে গড়ে উঠেছে বিভিন্ন কাঁচা-পাকা ১৪৬টি স্থাপনা। ফলে সড়কের স্বাভাবিক যানচলাচল বিঘ্নিত হচ্ছে। অবৈধ দখলদারদের তালিকা অনুযায়ী তাদের স্থাপনাগুলো সরিয়ে নেয়ার জন্য সড়ক বিভাগ থেকে নোটিশ দেয়া হলেও কোন কাজ হয়নি। ফলশ্রুতিতে জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে সোমবার সকাল থেকে ধানুকা এলাকা থেকে কোর্টের মোড় এলাকা পর্যন্ত ১৫ টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।

শরীয়তপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, জেলা শহরের ধানুকা থেকে শরীয়তপুর বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকায় সড়কের জায়গা দখল করে ১৪৬টি অবৈধ স্থাপনা রয়েছে। আজকে আমরা ধানুকা এলাকার ১৫ টি অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। ১৪৬টির মধ্যে ৯৬টি অবৈধ স্থাপনা নিয়ে আদালতে মামলা থাকায় এই মুহূর্তে ওই গুলো উচ্ছেদ করা যাচ্ছে না।

এছাড়াও গতকাল নতুন করে ৩৫টি অবৈধ স্থাপনার মালিক গন পুনর্যাচাইয়ের জন্য আবেদন করেছেন। আদালতের মামলা নিষ্পত্তি ও নতুন আবেদনের সুরাহা সাপেক্ষে পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কের জায়গা দখলমুক্ত করা হবে। এ বিষয়ে কোন রকম প্রভাব আমলে নেয়া হবে না। 

শীর্ষনিউজ/রুবি