shershanews24.com
কুড়িগ্রামে নদ-নদীতে পানি বৃদ্ধি, তলিয়ে গেছে ফসলি জমি
সোমবার, ১৯ মে ২০২৫ ০২:৪৪ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, কুড়িগ্রামে: গত কয়েক দিনের টানা বৃষ্টি উজানের পানির ঢলে কুড়িগ্রামে সবকটি নদনদীর পানি বেড়েই চলেছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, তিস্তা,ব্রহ্মপুত্র ধরলা নদীর পানি বাড়লেও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ মুহুর্তে বন্যার কোন আশংকা নেই ।আগামী ৫দিন পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

তিস্তা ও ব্রহ্মপুত্র নদের জিঞ্জিরাম নদীর পানি বাড়ায়  চরে পানি উঠে প্লাবিত হয়েছে  চিনা বাদাম,মরিচ,পেঁয়াজ কাউনসহ নানা শস্য। চরে আবাদ তলিয়ে যাওয়ায় কৃষকরা পড়েছেন বিপাকে। এ পর্যন্ত অর্ধশতাধিক কৃষকের আবাদ তলিয়ে গেছে বলে জানা গেছে। এতে বড় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা।

উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলের কিশোরপুরে বেশ কটি চরের বাদাম খেতগুলো তিনদিন ধরে পানির নিচে তলিয়ে আছে। ফলে সেগুলো পচে মরে যাওয়ার উপক্রম হয়েছে। দ্রুত পানি সরে না গেলে নষ্ট হতে পারে বলে কৃষকদের মাথায় এখন দুশ্চিন্তা।   

অপরদিকে,রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিস্তা নদীর পানি বেড়ে গিয়ে সেখানে চরাঞ্চল ডুবে গেছে। কৃষকরা তাদের অপরিপক্ক বাদাম মরিচসহ বেশ কয়েকটি ফসল পানি থেকে তুলে আনছেন।

কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন জানান,রাজারহাট,উলিপুর রৌমারীসহ তিস্তা জিঞ্জিরাম চরের ৫০ হেক্টর জমিতে শুধু বাদাম প্রায় ১৩০ হেক্টর জমিতে ধান,পাট,কাউন,মরিচ,তিল নানা সবজির  ফসল তলিয়ে গেছে। আমরা কৃষকদের পরিপক্ক বাদাম তুলে নিতে পরামর্শ দিচ্ছি। তবে পানি দ্রুত নেমে গেলে হয়তো তেমন ক্ষতিতে পড়তে হবে না কৃষকদের।

 

 শীর্ষনিউজ/এম কে