shershanews24.com
রাজবাড়ীতে এসআইয়ের ওপর হামলা, আটক ২
সোমবার, ১৯ মে ২০২৫ ০১:১৬ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, রাজবাড়ী প্রতিনিধিঃ  রাজবাড়ীতে রুপল ওরফে শাহিন শেখ (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ শেষে সদর থানার এসআই সাব্বির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত এসআইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে পুলিশ। 

রোববার (১৮ মে) বিকালে রাজবাড়ী সদরের বসন্তপুরের রাজাপুর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ শেষে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, রাজাপুর গ্রামের জিন্নাত শেখের ছেলে দিনমজুর রুপলকে একই গ্রামের শামসুদ্দিন ওরফে শাম বিশ্বাসের বাড়ীর মোটর চুরি ও মোবাইল ফোনে বাড়ীর গৃহবধূর গোসলের ভিডিও ধারন করার অভিযোগে গত শুক্রবার সন্ধ্যার পূর্বে শাম বিশ্বাসের লোকজন তার বাড়ী থেকে জোর করে তুলে নেয়। তারপর তাকে বাড়ীতে আটকে রেখে পিটিয়ে হত্যা করে। পরদিন সকালে এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভূক্ত ৪ জনকে গ্রেফতার করে।

এদিকে রোববার বিকালে ইউনিয়নের ‘সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে মিথ্যা অপবাদ দিয়ে রুপলের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সড়কে বিক্ষোভ মিছিল বের করে নিহতের পরিবার ও এলাকাবাসী।

মিছিলটি অভিযুক্ত শাম বিশ্বাসের বাড়ীর সামনে গেলে সাদা পোশাকে থাকা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার এসআই সাব্বির হোসেনের সাথে বিক্ষোভকারীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায় উত্তেজিত জনগণ তার ওপর হামলা চালায়। এ সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মক জখম হন এসআই সাব্বির। একই সাথে উত্তেজিত জনগণ শাম বিশ্বাসের বাড়ীতেও হামলা চালিয়ে ভাংচুর চালায়।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে অবস্থারত রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান জানান, এসআই সাব্বির হোসেনের ওপর হামলার ঘটনার পর রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবু রাসেলসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছেন। 

শীর্ষনিউজ/এওয়াই