shershanews24.com
সাতক্ষীরায় ৩৫ সাংবাদিককে নিয়ে বাস খাদে 
রবিবার, ১৮ মে ২০২৫ ০৮:২০ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, সাতক্ষীরা: সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার (১৮ মে) বিকালে সাতক্ষীরা-খুলনা সড়কের মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানান, শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সংগ্রহ করতে তারা সাতক্ষীরায় এসেছিলেন। রোববার বিকালে ফিরে যাচ্ছিলেন। গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। এ কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে কয়েকজন সামান্য আহত হন। 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
(শীর্ষনিউজ/ক.ম)