shershanews24.com
ঐকমত্যে পৌঁছে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজন করতে হবে : আবদুল্লাহ মুহাম্মদ তাহের
রবিবার, ১৮ মে ২০২৫ ০২:১৭ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঢাকা : খুব বেশি সময় না নিয়ে ঐক্যমত্যে পৌঁছে দ্রুততম নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। 

রোববার (১৮ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে আগে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গত তিনটি প্রহসনের নির্বাচনের কারণে বাংলাদেশ এই জায়গায় এসে দাড়িয়েছে। আমাদের প্রধান লক্ষ্য আগামী নির্বাচন। সেই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও সন্ত্রাসমুক্ত হয়। সুষ্ঠু নির্বাচনের জন্য যেসকল সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। এ সময় অন্তর্বর্তী সরকারকে আরও দৃঢ়তার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন একেবারে সুষ্ঠু হবে, সেরকম পরিস্থিতি এখন দেখা যাচ্ছে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিছুদিন আগে পাবনায় জামায়াতের অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। এখনও নির্বাচনের তারিখ হয়নি, কিন্তু জায়গা ও এলাকা দখলের প্রতিযোগিতা চলছে।

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের ভূমিকা কিছুটা প্রশ্নবোধক মনে হচ্ছে। কারণ কিছু ঘটনায় নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। ভোটের আগেই লেভেল ফিল্ড নিশ্চিতে সরকারকে পদেক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শীর্ষনিউজ/এনআরএফ