shershanews24.com
বরিশালের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা গ্রেপ্তার
শনিবার, ১৭ মে ২০২৫ ০৪:১৫ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঢাকা: বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক সংসদ সদস্য এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জেবুন্নেছা আফরোজ গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার গভীর রাতে ঢাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 


শনিবার ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, “গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।”

জেবুন্নেছা আফরোজ বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী। হিরণ সংসদ সদস্য (এমপি) থাকাকালে ২০১৪ সালে এপ্রিলে মারা যান। পরে সেই আসনে উপনির্বাচনে জয়ী হন জেবুন্নেছা। গত বছরের ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়। 


এ বিষয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “জেবুন্নেছা আটক হয়েছেন শুনেছি। তবে আমাদের এখনো জানানো হয়নি।”

শীর্ষনিউজ/ফারুক