shershanews24.com
জবি শিক্ষার্থীদের দাবি পুরণের আশ্বাস, অনশন ভাঙালেন ইউজিসি চেয়ারম্যান
শুক্রবার, ১৬ মে ২০২৫ ০৭:৫৮ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঢাকা: পানি পান করিয়ে জবি শিক্ষার্থীদের গণঅনশন ভাঙালেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। শুক্রবার সন্ধ্যায় তিনি শিক্ষার্থীদের কর্মসূচিতে গিয়ে তাদের অনশন ভাঙান। 

এ সময় অধ্যাপক ফায়েজ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিয়েছে।

এর আগে দাবি আদায়ে শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে কাকরাইল মোড়ে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অনশনে বসেন।

সাবেক-বর্তমান মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বিকেল ৩টায় সমাবেশে জবি ঐক্যের পক্ষ থেকে গণঅনশনের ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন। 

(শীর্ষনিউজ/ক.ম)