shershanews24.com
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞায় ভারতের উদ্বেগ 
মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ০৭:৩৬ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঢাকা: আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জারি করা নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার (১৩ মে) দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই উদ্বেগের কথা জানান।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা গত ৫ আগস্ট বিমানযোগে ভারতে পালিয়ে যান।  মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সোমবার এক আদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। একই দিন নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। 

রণধীর জয়সওয়াল বলেন, যথাযথ প্রক্রিয়া ছাড়া আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ উদ্বেগের বিষয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গণতান্ত্রিক ও রাজনৈতিক পরিসর সংকুচিত হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। 
 
রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে শিগগির অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ওপর ভারত জোর দেয়। 

(শীর্ষনিউজ/ক.ম)