শীর্ষনিউজ, ডেস্ক; বাংলাদেশে নির্মিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যয়বহুল বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে জাপানি ঋণে। প্রকল্পের সড়ক অংশের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। সে অভিযোগের সত্যতা মেলায় তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
আজ মঙ্গলবার (১৩ মে) দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম অবৈধ উপায়ে ২৯ কোটি ৭ লাখ ১১ হাজার টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগদখল রাখেন। এছাড়া তার ১৪টি হিসাবে সন্দেহজনকভাবে ১২৭ কোটি ৩৫ লাখ ১৩ হাজার টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগের প্রমাণ মেলে। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ৩৪(৩) ধারার শাস্তিযোগ্য অপরাধ, তাই তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
শীর্ষনিউজ/মৌসুমী