shershanews24.com
লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ
রবিবার, ০৪ মে ২০২৫ ০৩:২৪ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ডেস্ক: বিক্ষোভে উত্তাল হয়ে উঠলো লন্ডনের অল্ডউইচে অবস্থিত ভারতীয় হাই কমিশনের সামনের এলাকা! পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত এই বিশাল সমাবেশে কয়েক হাজার মানুষ পাকিস্তানের পতাকা হাতে স্লোগান দিলেন- কাশ্মীর পাকিস্তানের! 

এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, ২২শে এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভারত সরাসরি পাকিস্তানকে এ হামলার জন্য দায়ী করলেও, ইসলামাবাদ তা জোর দিয়ে অস্বীকার করেছে। তারা ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ইউকে সভাপতি আহসান দার জনতার উদ্দেশে বক্তৃতা দিয়ে বলেন, এই সাগরপারে থাকা পাকিস্তানিদের ঢল প্রমাণ করে আমরা আমাদের মাতৃভূমির জন্য কতটা নিবেদিত! ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করেছে। এটি একটি সাজানো নাটক- একটি ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন। 

তিনি আরও বলেন, ২৫ এপ্রিলেও আমরা ভারতের সমর্থকদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম। এবারও পিটিআই, পিএমএল-এনসহ সব দল এক ছাতার নিচে। গোটা জাতি এক হয়েই রুখে দাঁড়িয়েছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। এই বিশাল মিছিলের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লন্ডন মেট্রোপলিটন পুলিশ ছিল সর্বদা সতর্ক।

শীর্ষনিউজ