shershanews24.com
সংক্ষিপ্ত তালিকায় আছেন ৪ বিদেশি কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী কোচ?
রবিবার, ১১ মে ২০২৫ ০৬:৩৭ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষ নিউজ, পাকিস্তান : বাবর-রিজওয়ানদের কোচ নিয়োগের সংক্ষিপ্ত তালিকায় ৬ জনকে বেছে নিয়েছে পিসিবি। এর মধ্যে ৪ জনই বিদেশি। গত বছরের এপ্রিল মাসে সাবেক অসি পেসার জেসন গিলেস্পিকে দুই বছরের চুক্তিতে টেস্ট দলের প্রধান কোচ করে পাকিস্তান। তবে অভ্যন্তরীণ মতবিরোধের জেরে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। গিলেস্পির পদত্যাগের কয়েক মাস আগে সাদা বলের প্রধান কোচ কারস্টেনও পদত্যাগ করেন।

নিয়োগ প্রক্রিয়ায় চার সদস্যের কমিটি গঠন করে পিসিবি। যেখানে আছেন প্রধান অপারেটিং অফিসার সুমাইর আহমেদ সৈয়দ, বিলাল আফজাল, নির্বাচক আজহার আলী এবং সাবেক অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদ।  আবেদন করা কোচদের তথ্য উপাত্ত মূল্যায়ন করে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছে পাঠাবেন এ কমিটি।

তবে সূত্রের খবর পাকিস্তানের কোচ হতে এগিয়ে আছেন সাবেক কিউই কোচ মাইক হেসন ও সাবেক পাকিস্তানি অলরাউন্ডার ও সহকারী কোচ আজহার মাহমুদ।

শীর্ষ নিউজ/এনআরএফ