শীর্ষনিউজ, ঢাকা: আইন উপদেষ্টা আসিফ নজরুল মনে করেন, নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে। তাই
নতুন সংবিধান তৈরি হওয়া পর্যন্ত বাহাত্তরের সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে।
রোববার (১১ মে) দুপুরে রাজধানীতে মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত নাগরিক কোয়ালিশনের এক সভায় এসব বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, উচ্চ আদালত ও সংসদীয় স্থায়ী কমিটিকে ভালোভাবে ব্যবহার করা গেলে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। ছোট আইন করেও বড় পরিবর্তন সম্ভব বলে মনে করেন তিনি। প্রধানমন্ত্রীর দুই মেয়াদ রাখাই স্বৈরতন্ত্র মোকাবিলার জন্য যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা।
আইন উপদেষ্টা বলেন, শুধু সংবিধানের কারণেই ফ্যাসিস্ট সরকার তৈরি হয় না। সব উত্তর সংবিধানে না খুঁজে ছোট ছোট আইনের মাধ্যমেও বড় সমাধান করা যায়।
সভায়, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করা যাবে না।বিচার বিভাগ স্বাধীন না করে নির্বাহী বিভাগের একচ্ছত্র ক্ষমতা রেখে গণতন্ত্র সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
শীর্ষনিউজ/ক.ম