shershanews24.com
গোল করা ও করানোর তালিকায় এক নম্বরে সালাহ
শনিবার, ১০ মে ২০২৫ ০৭:৩৮ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ডেস্ক: 

চার ম্যাচ হাতে রেখেই লিগ জয় নিশ্চিত করেছে লিভারপুল।লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুন এক মৌসুম কাটছে মোহাম্মদ সালাহর। সবচেয়ে বেশি গোল করা ও করানোর তালিকায় এক নম্বরে সালাহ। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ)বছরের সেরা ফুটবলারও হয়েছেন মিসরীয় তারকা।
সালাহ অনেকের চোখেই লিভারপুলের ইতিহাসে অন্যতম সেরা। কিন্তু সালাহর কাছে সেরা কে? সেটাও তাঁর মতোই বাঁ পায়ের ফুটবলারদের মধ্যে। ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ সালাহর সাক্ষাৎকারে ঠিক এ প্রশ্নই করেছিল। সেরার খোঁজে ধীরে ধীরে এই উত্তর গিয়ে ঠেকেছে মেসি–ম্যারাডোনায়।
বাঁ পায়ের ফুটবলারদের মধ্যে কে সালাহর কাছে সেরা—এ বিষয়ে তাঁর সামনে প্রথমে দুটি নাম উপস্থাপন করা হয়। রায়ান গিগস ও হামেস রদ্রিগেজ, যেখানে সালাহ বেছে নেন গিগসকে। রিয়াদ মাহরেজের সঙ্গে তুলনায়ও ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তিকে এগিয়ে রাখেন সালাহ।

ইংল্যান্ডের ফুটবলে মৌসুমের সেরা ফুটবলারকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। আজ বিজয়ী ফুটবলার হিসেবে সালাহর নাম জানানো হয়েছে। এফডব্লিউএ এক বিবৃতিতে বলেছে, ৯০০-
এর বেশি সদস্য ভোট দিয়েছেন। ৯০ শতাংশ ভোট একাই পেয়েছেন মিশরীয় ফরোয়ার্ড। সালাহর এখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁরই ক্লাব সতীর্থ ভার্জিল ফন ডাইক, নিউক্যাসল ইউনাইটেডের আলেকসান্দার ইসাক এবং আর্সেনালের ডেকলান রাইস।

চলতি মৌসুমে ৩৩ গোল করার পাশাপাশি ২৩ গোল করিয়েছেন সালাহ। এর মধ্যে প্রিমিয়ার লিগে ২৮ গোল করার পাশাপাশি করিয়েছেন ১৮ গোল। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে অন্তত ৪৫টির বেশি গোলে অবদান রাখলেন সালাহ। 

মেসির একটি রেকর্ডও ছুঁয়েছেন তিনি।  ১১ ম্যাচে গোল করা এবং করানো, দুটি কাজই করেছেন সালাহ, যেটা মেসি করেছিলেন ২০১৪–১৫ মৌসুমে। এখন পর্যন্ত তিনবার এফডব্লিউএ’র বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন তিনি। 

শীর্ষ নিউজ /মৌসুমী খানম