sheershanews.com
জিতলে একসঙ্গে, হারলেও একসঙ্গে: প্রধান উপদেষ্টাকে রেজাউল করিম
রবিবার, ২৫ মে ২০২৫ ১০:২৪ অপরাহ্ন
sheershanews.com

sheershanews.com

শীর্ষনিউজ, ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তারা বলেছেন, জিতলে একসঙ্গে, হারলেও একসঙ্গে। মাঝখানে রণে ভঙ্গ দেওয়ার চিন্তা বাদ দিতে বলেছেন তারা।   

রবিবার দুই দফায় ২০ জন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেয় ধর্মভিত্তিক বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি। বৈঠক থেকে বেরিয়ে এ কথা বলেন রেজাউল করিম। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, ‘প্রধান উপদেষ্টাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, মানসিক টর্চার করা হচ্ছে, এটা আমরা অনুভব করছি।’ 

সৈয়দ রেজাউল করিম বলেন, ‘আমরা তাকে (প্রধান উপদেষ্টাকে) বলেছি, জিতলে একসঙ্গে, হারলেও একসঙ্গে, মাঝখানে রণে ভঙ্গ দেওয়ার চিন্তা বাদ দিতে বলেছি।’ তিনি বলেন, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ও ভোটের আগে প্রয়োজনীয় সংস্কার ও বিচারের দাবি জানানো হয়।

(শীর্ষনিউজ/ক.ম)