sheershanews.com
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ট্রলিচালক নিহত
রবিবার, ২৫ মে ২০২৫ ০৮:৪১ অপরাহ্ন
sheershanews.com

sheershanews.com

শীর্ষনিউজ, মাগুরা: মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামের সড়কে সড়ক দুর্ঘটনায় হেলাল শেখ ( ২২) নামে এক ট্রলি ড্রাইভার আজ নিহত হয়েছেন।নিহত হেলাল শেখ শ্রীপুর উপজেলার কোদলা গ্রামের মন্টু শেখের ছেলে ।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম জানান, আজ বিকেল ৫ টার দিকে বালু বহনকারী একটি ট্রলি গাড়ি ব্রীজের পাশে হানু নদীর ভাঙ্গনে উল্টে পড়ে যায়, ওই গাড়িটি উঠানোর জন্য মো. হেলাল শেখ তার গাড়িতে চেন লাগিয়ে চেষ্টা করেন। তখন চেন ছিড়ে গেলে হেলাল ছিটকে গিয়ে দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন।

তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবু তাহের মো. রাসেল তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শ্রীপুর থানায় একটা মামলা দায়ের হয়েছে।

শীর্ষনিউজ/এ. সাঈদ