sheershanews.com
দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ১৭৬৩ জন 
রবিবার, ২৫ মে ২০২৫ ০৮:০৩ অপরাহ্ন
sheershanews.com

sheershanews.com

শীর্ষনিউজ, ঢাকা: পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ৯৪১ এবং অন্যান্য অপরাধে জড়িত ৮২২ জন রয়েছেন।

শনিবার (২৫ মে) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৪ মে) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭৪৪ জন আসামিকে গ্রেফতার করেছেন। এ সময় একটি একনলা বন্দুক, ৩ রাউন্ড গুলি, ৬ রাউন্ড কার্তুজ ও ২টি কিরিচ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শীর্ষনিউজ/ বান্না