sheershanews.com
ভোলা জেলা উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
রবিবার, ২৫ মে ২০২৫ ০৪:১৭ অপরাহ্ন
sheershanews.com

sheershanews.com

শীর্ষনিউজ, ঢাকা: সামাজিক সংগঠন দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের উদ্যোগে ভোলা জেলা উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।  সংগঠনের আহবায়ক নূর মোর্শেদের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মো. মোস্তফার সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক এজিএস ও সাবেক সাংসদ আলহাজ্ব নাজিম উদ্দিন আলম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জি. হেলাল উদ্দিন তালুকদার সহ ভোলা জেলার বিভিন্ন নেতৃবৃন্দ। 
সভায় বক্তারা ভোলা জেলার বিভিন্ন উন্নয়নের বিষয়ে আলোচনা করেন এবং দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের ১৩ দফা দাবি সংগঠনের পক্ষ থেকে তুলে ধরেন। 
প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের সকল দাবির সাথ আমি একমত। এই দাবিগুলো ভোলাবাসীর প্রাণের দাবি এবং তাদের মৌলিক অধিকার। আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে এই সকল দাবি পূরণ করার চেষ্টা করবো।’ 

বিশেষ অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন আলম বলেন, ‘আমরা সকলে  মিলে এই ভোলা জেলাকে একটি উন্নয়নশীল এলাকা হিসেবে গড়ে তুলবো এবং ভোলার গ্যাস ভোলায় রেখে শিল্পনগরী গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করবো এবং বেকারত্ব কমিয়ে আনবো।’

শীর্ষনিউজ/এ. সাঈদ