sheershanews.com
পশুর চামড়ার মূল্য নির্ধারণ গরুর ৫, খাসি-বকরির ২ টাকা বৃদ্ধি
রবিবার, ২৫ মে ২০২৫ ০৪:০৪ অপরাহ্ন
sheershanews.com

sheershanews.com

শীর্ষনিউজ, ঢাকা: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ টাকায় কেনার নির্দেশনা দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় ৫ টাকা বেশি। ঢাকার বাইরেও বাড়ানো হয়েছে দাম। সেখানে প্রতি বর্গফুট নির্ধারণ করা হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা।

এছাড়া খাসি ও বকরির চামড়ার দামেও পরিবর্তন এসেছে। প্রতি বর্গফুট খাসির চামড়া ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকায় নির্ধারণ করা হয়েছে। দুটোর ক্ষেত্রেই গত বছরের তুলনায় ২ টাকা করে বৃদ্ধি পেয়েছে।

সোমবার (২৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, ঢাকায় একটি লবণযুক্ত গরুর চামড়ার সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১৩৫০ টাকা, আর ঢাকার বাইরে ১১৫০ টাকা।

চামড়া সংরক্ষণ ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে শেখ বশিরউদ্দিন জানান, এবছর মাদ্রাসা ও এতিমখানাগুলোতে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ সরবরাহ করবে সরকার। সেই সঙ্গে ঈদের পর ১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কাঁচা চামড়া রাজধানীতে আনা নিষিদ্ধ থাকবে, যাতে দাম নিয়ন্ত্রণে থাকে ও স্থানীয় বাজার সুরক্ষিত থাকে।

গত বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়া ৬০-৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫০-৫৫ টাকায় বেঁচা-কেনা হয়েছিল। খাসির ছিল ২০-২৫ টাকা এবং বকরির ১৮-২০ টাকা। চলতি বছরের মূল্য বৃদ্ধিতে সংশ্লিষ্টরা আশাবাদী যে, কোরবানির মৌসুমে এবার চামড়া নিয়ে ন্যায্য দাম পাওয়া যাবে।
শীর্ষনিউজ/এনআরএফ