sheershanews.com
মহেশপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৫ 
রবিবার, ২৫ মে ২০২৫ ০২:৪৭ অপরাহ্ন
sheershanews.com

sheershanews.com

শীর্ষনিউজ, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা বাজারে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

শনিবার (২৪ মে) বিকালে বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভৈরব বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথ ভাবে ঘটনা স্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, শনিবার বিকালে তারা একটি জানাজায় অংশ গ্রহনের জন্য যাচ্ছিলেন। তারা ভৈরব বাজারে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা বিএনপি থেকে বহিষ্কৃত সোজানুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। এতে দৈনিক দিনকাল পত্রিকার মহেশপুর প্রতিনিধি ওবাইদুর রহমানসহ ৬ জন আহত হন। আহত বিএনপি নেতা গোলাম মোস্তফা, শরীফুল ইসলাম, কাতুব মিয়া, আসাদুজ্জামান ও হাসানুজ্জামানকে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অন্যদিকে বিএনপির সোজানুর গ্রুপের আহত হয়েছে ৯ জন। জানা গেছে, গত বৃহস্পতিবার বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোজানুর রহমান নিজ এলাকায় সাংবাদিক সম্মেলন করে তার বহিষ্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ৫ আগষ্টের পর মহেশপুর উপজেলা বিএনপির কতিপয় নেতার অনৈতিক বানিজ্যের খবর ফাঁস করে দেন। এদিকে সোজানুর রহমান জানায়, শনিবার তার পক্ষের লোকজন ভৈরবা বাজারে মানববন্ধন করার জন্য জড়ো হচ্ছিল। এমন সময় বিএনপির জিয়া গ্রুপের লোকজন মহেশপুর থেকে এসে তাদের উপর হামলা করে। এতে তার ৫/৬ জন কর্মী সমর্থকরা আহত হন। 
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ভৈরব বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। তিনি জানান, তারা পুলিশের প্রতিও ইটপাটকেল নিক্ষেপ করে। এ বিষয়ে এখনো কেউ মামলা করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে। 
শীর্ষনিউজ/প্রতিনিধি/এসপিআর