sheershanews.com
অধ্যাদেশ প্রত্যাহার না হলে কাজে ফিরবে না কর্মচারী সংযুক্ত পরিষদ
রবিবার, ২৫ মে ২০২৫ ০১:১৩ অপরাহ্ন
sheershanews.com

sheershanews.com

শীর্ষনিউজ, ঢাকা : সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া প্রত্যাহার না হওয়া পর্যন্ত সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর। রোববার (২৫ মে) সকাল থেকে সচিবালয়ের ভেতরে শত শত কর্মকর্তা-কর্মচারী দপ্তর ছেড়ে নেমে এসে বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভ মিছিল সচিবালয়ের বিভিন্ন ভবনের সামনে প্রদক্ষিণ করে এবং ক্রমাগত স্লোগান তোলে—‘অবৈধ কালো আইন মানি না’, ‘নির্বর্তনমূলক অধ্যাদেশ বাতিল করো’। সরকারি চাকরিজীবীরা বলেন, প্রস্তাবিত অধ্যাদেশে এমন কিছু ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তাদের মৌলিক অধিকার হরণ করবে এবং চাকরির নিরাপত্তাকে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে ফেলবে।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধনের মাধ্যমে একটি নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়। সংশোধিত খসড়ায় ৪৫ বছর আগের কিছু বিতর্কিত বিধান পুনরায় অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে, যা কর্মচারীদের মাঝে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।

সংযুক্ত পরিষদের নেতৃবৃন্দ অভিযোগ করেন, ‘এই অধ্যাদেশ বাস্তবায়িত হলে কর্মকর্তাদের যেকোনো সময় শাস্তি দেওয়া বা চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ প্রশাসনের হাতে চলে যাবে। এটি নিঃসন্দেহে একটি দমনমূলক ও সংবিধানবিরোধী কালাকানুন। আমরা এই খসড়ার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

কর্মচারীদের পক্ষ থেকে খসড়াটি পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। দাবি মানা না হলে আন্দোলন আরও বৃহত্তর রূপ নিতে পারে বলেও জানিয়েছেন সংগঠনের নেতারা।

শীর্ষনিউজ/এনআরএফ