sheershanews.com
১০ দাবিতে সারা দেশে পেট্রলপাম্প বন্ধ
রবিবার, ২৫ মে ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন
sheershanews.com

sheershanews.com

শীর্ষনিউজ, ঢাকা: রাজধানী ঢাকাসহ সারা দেশের বেশিরভাগ পেট্রলপাম্প বন্ধ রয়েছে। দশ দফা দাবিতে রোববার (২৫ মে) দুপুর ২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করবে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।

দাবিগুলোর মধ্যে রয়েছে-
তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করা। সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা ভূমির ইজারা মাশুল আগের মতো বহাল রাখা। পাম্প-সংযোগ সড়কের ইজারা নবায়নে আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত পে-অর্ডার জমা দিলেই তা নবায়ন বিবেচিত করা। বিএসটিআই শুধু ডিসপেন্সিং ইউনিট স্ট্যাম্পিং ও পরিমাপ যাচাই করবে। আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফি ও নিবন্ধনপ্রথা বাতিল করা। পরিবেশ, কলকারখানা ও ফায়ার সার্ভিস লাইসেন্সের বিধান বাতিল করা। 
ঘরের মধ্যে বা খোলা স্থানে অবৈধভাবে মেশিন বসিয়ে জ্বালানি বিক্রি বন্ধ করা এবং ডিলারশিপ ছাড়া বিপণন কোম্পানির সরাসরি তেল বিক্রি বন্ধ করা। ট্যাংকলরির চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যু সহজ করা। রাস্তায় যেখানে-সেখানে ট্যাংকলরি থামিয়ে কাগজপত্র পরীক্ষা না করে তা তেলের ডিপো গেটেই সম্পন্ন করা। সব ট্যাংকলরি জন্য আন্ত:জেলা রুট পারমিট ইস্যু করা।
শীর্ষনিউজ/এনআরএফ