sheershanews.com
ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতে ট্রেবলের এক ধাপ দূরে পিএসজি
রবিবার, ২৫ মে ২০২৫ ০৯:১২ পূর্বাহ্ন
sheershanews.com

sheershanews.com

শীর্ষনিউজ, ঢাকা: ফ্রান্সে ঘরোয়া ডাবল নিশ্চিত করেছে পিএসজি। শনিবার ফ্রেঞ্চ কাপের ফাইনালে রিমসকে ৩-০ গোলে হারায় তারা। এখন ট্রেবলের ঠিক এক ধাপ দূরে দাঁড়িয়ে লুইস এনরিকের দল—শুধু দরকার চ্যাম্পিয়ন্স লিগ জয়।

রিমসসের বিপক্ষে ম্যাচের ১৬ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন বারকোলা। ৩ মিনিট পরই দলের ও ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন এই ২২ বছর বয়সী ফরোয়ার্ড। প্রথমার্ধের ২ মিনিট বাকি থাকতে পিএসজি তৃতীয় গোলের দেখা পায়। বারকোলার পাস থেকে গোল করেন হাকিমি।

দ্বিতীয়ার্ধে কিছুটা ঝিমিয়ে পড়ে পিএসজি। তবে এরই মধ্যে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে তারা। কিন্তু রিমসের গোলরক্ষকের বীরত্বে ব্যবধান আর বাড়াতে পারেনি পিএসজি।

এটি পিএসজির টানা দ্বিতীয় ফ্রেঞ্চ কাপের শিরোপা। সব মিলিয়ে রেকর্ড ১৫বার এই প্রতিযোগিতার শিরোপা ঘরে তুলেছে প্যারিসিয়ানরা।

ফ্রেঞ্চ কাপ জয়ের পর ইতিহাস গড়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে পিএসজি। আগামী শনিবার (৩১ মে) চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই ট্রেবল নিশ্চিত হবে তাদের। 
শীর্ষনিউজ/এনআরএফ