shershanews24.com
লেখা ও আবৃত্তি প্রতিযোগিতায় জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী পালিত
শনিবার, ২৪ মে ২০২৫ ০৯:২৪ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

রচনা লেখা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, ঠাকুরগাঁও এর যৌথ উদ্যোগে আজ শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১১ টায় জেলার কালেক্টরেট পাবলিক স্কুল এণ্ড কলেজের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা শিশু কর্মকর্তা জবেদ আলী, জেলা তথ্য কর্মকর্তা তরিকুল ইসলাম, সাবেক শিক্ষক জালাল উদ্দীন, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো: মোতাল্লেব হোসেন।

বক্তারা জাতীয় কবিকাজী নজরুল ইসলাম এর কর্মময় জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন এবং শিশুদেরকে তাঁর আদর্শে জীবন গঠনের আহবান জানান।

এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয় বলে জানা যায়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী জানান, জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২৫ মে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে আজকের প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।

শীর্ষনিউজ/এ. সাঈদ