shershanews24.com
দেড় ঘণ্টায় ৫ সাংবাদিক, ফারুকীর সম্মেলন স্থগিত
শনিবার, ২৪ মে ২০২৫ ০৬:৪৪ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঢাকা: বাংলা একাডেমি সংস্কারের বিষয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সংবাদ সম্মেলন ডাকলেও সাংবাদিকদের উপস্থিতি আশানুরূপ না হওয়ায় সেটি স্থগিত করা হয়েছে।

আজ শনিবার (২৪ মে) বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে দুপুর ২টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিলো।

তবে নির্দিষ্ট সময়ে মাত্র পাঁচজন সাংবাদিক হাজির হন। পরে সাংবাদিকদের অপেক্ষায় আরও দেড় ঘণ্টা অপেক্ষা করা হয়। পরে আর কেউ না আসায় অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আজম বলেন, সাংবাদিক উপস্থিতি আশানুরূপ না হওয়ায় আজকেও দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মেলনটি স্থগিত করতে হচ্ছে। পরে নতুন তারিখ সাংবাদিকদের জানিয়ে দেয়া হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিলো। তবে সেদিন ‘অনিবার্য’ কারণ দেখিয়ে অনুষ্ঠান স্থগিতের কথা জানায় বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ। সংবাদ সম্মেলনটি শনিবার দুপুর ২টায় আয়োজনের কথা বলা হয়।

শীর্ষনিউজ/এওয়াই