shershanews24.com
দিনাজপুরে জামাইয়ের হাতে শ্বাশুড়ি খুন: স্ত্রী ও শ্যালক গুরুত্বর আহত
শনিবার, ২৪ মে ২০২৫ ০৫:৪১ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, দিনাজপুর: দিনাজপুরে জামাইয়ের এলোপাথাড়ি ছুরিকাঘাতে শ্বাশুড়ি নিহতের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪মে) মধ্যরাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জামাই সামিয়েল মার্ডির (৩৮) এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন শ্বাশুড়ি বাহা বেসরা (৫৫)। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন ঘাতকের স্ত্রী মিনি হাসদা (৩৬) এবং প্রতিবেশি শ্যালক বিকাশ কিস্কু (৩৫)। আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত বাহা বেসরা উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামের বুদরা হাসদার স্ত্রী। এবং ঘাতক জামাই সামিয়েল একই এলাকার দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামিয়েল ও মিনি হাসদার মাঝে দাম্পত্য কলহ চলে আসছে। তারই জের ধরে প্রায় ১৫ দিন পূর্বে মিনি হাসদা বাবার বাড়ী চলে আসেন। এতে আরও ক্ষিপ্ত হয় সামিয়েল।

ঘটনার রাতে সামিয়েল শ্বশুরবাড়িতে এসে তর্ক-বিতর্কের এক পর্যায়ে এলোপাথাড়ি ছুড়িকাঘাত শুরু করে। এতে ঘটনাস্থলেই নিহত হয় শ্বাশুড়ি বাহা বেসরা।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ অভিযুক্ত সামিয়েল মার্ডিকে গ্রেফতার করেছে। নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

শীর্ষনিউজ/এ. সাঈদ