shershanews24.com
জাল ডলার তৈরির মেশিনসহ আটক ২
শনিবার, ২৪ মে ২০২৫ ০৩:৫৫ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, সাতক্ষীরা: সাতক্ষীরায় অবৈধ জাল ডলার ছাপানো চক্রের দুই সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় শহরের কাটিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।   

আটকরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম বিড়ালক্ষ্মী গ্রামের আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ নাঈম হোসেন (৩০) একই উপজেলার কাটুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবু রাসেল (৩৫) সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, প্রিন্টার, পাঞ্চ মেশিন, ১০ টা দেশের জাল মুদ্রাসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করেছে যৌথ বাহিনী।

 সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পের ৩৭ বীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলমগীর এর নেতৃত্বে শহরের কাটিয়া এলাকার জনৈক আশরাফুল ইসলামের বাড়িতে অভিযান চালান যৌথ বাহিনীর সদস্যরা।

এ সময় ডলার ছাপানো চক্রের দুই সদস্যকে আটক করা হয় এবং বিদেশি জাল মুদ্রাসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করা হয়েছে।

শীর্ষনিউজ/প্রতিনিধি/এমকে