shershanews24.com
ঈদে বাড়িফেরা আধা ঘণ্টায় রেকর্ড ১ কোটি ১৪ লাখ হিট, এক ঘণ্টায় টিকিট শেষ
শনিবার, ২৪ মে ২০২৫ ১২:১০ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঢাকা:  আগামী ৭ জুনকে ঈদুল আজহার দিন ধরে অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (২৪ মে) আগামী ৩ জুনের টিকিট বিক্রি হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রথম আধা ঘণ্টায় রেলওয়ের অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে ১ কোটি ১৪ লাখ হিট রেকর্ড করা হয়েছে। সকাল ৯টার মধ্যেই পশ্চিম অঞ্চলের সব টিকিট শেষ হয়ে গেছে।

আজ সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এ সময় পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পেরেছেন যাত্রীরা। আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট দুপুর ২টার দিকে অনলাইনে দেওয়া হবে।

রেলওয়ের একাধিক সূত্র জানিয়েছে, ঈদযাত্রার ৩ জুনের টিকিটের জন্য সকাল থেকেই লাখ লাখ মানুষ অনলাইনে চেষ্টা করেছেন। প্রথম আধা ঘণ্টায় রেলওয়ের অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে ১ কোটি ১৪ লাখ হিট রেকর্ড করা হয়েছে। এই বিশাল সংখ্যক হিটের বিপরীতে আসনসংখ্যা অত্যন্ত সীমিত থাকায় নেকেই টিকিট না পেয়ে হতাশ হয়েছেন।

এ বিষয়ে কমলাপুরের রেল স্টেশনের ম্যানেজার মো. শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকে আজ সর্বোচ্চ হিট হয়েছে অনলাইনে। আগামী দুই দিনের টিকিটের চাহিদা আরও বেশি থাকবে ধারণা করছি। ’

রেল সূত্র জানায়, এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি। ২১ মে থেকে শুরু হয়েছে টিকিট বিক্রির কার্যক্রম।
ওইদিন ৩১ মে’র ট্রেনের আসন বিক্রি হয়। ২২ মে ১ জুনের টিকিট বিক্রি করা হয়েছে।  রোববার (২৫ মে) পাওয়া যাবে ৪ জুনের টিকিট। এ ছাড়া ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে ও ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।

ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। জনপ্রতি টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।অন্তত ৭০টি টিয়াপাখির মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ৩০টি পাখি আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

শীর্ষনিউজ/ বান্না