
shershanews24.com
প্রকাশ : ২৪ মে, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্নশীর্ষনিউজ, ঢাকা : তুরস্কের রাষ্ট্রপতির সাম্প্রতিক মন্তব্য এবং পাকিস্তানের প্রতি প্রকাশ্য সমর্থনের প্রেক্ষিতে তুরস্কের সঙ্গে ভারতীয় সংস্থাগুলোর সম্পর্ক নিয়ে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে, ইন্ডিগো ও তুর্কিশ এয়ারলাইন্সের মধ্যে বিদ্যমান কোডশেয়ার ও বিমান ভাড়ার (লিজিং) চুক্তি নিয়ে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আলোচনায় বসছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু। খবর রয়টার্সের
মন্ত্রী বলেন, "ইন্ডিগোর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া হচ্ছে এবং নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গেও আলোচনা চলছে। এর ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করব।"
ইন্ডিগো ২০১৮ সাল থেকে তুর্কিশ এয়ারলাইন্সের সঙ্গে কোডশেয়ার চুক্তির আওতায় আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করছে। ২০২৩ সাল থেকে এই অংশীদারিত্ব আরও গভীর হয়েছে — তুর্কিশ সরকারের মালিকানাধীন সংস্থাটি দিল্লি ও মুম্বাই থেকে ইস্তানবুলগামী রুটে ইন্ডিগোর জন্য দুটি বিমান, পাইলট এবং কিছু ক্রু সরবরাহ করছে।
যদিও ইন্ডিগো এই অংশীদারিত্বকে ভারতীয় যাত্রীদের জন্য ‘উন্নত পরিষেবা ও বিস্তৃত আন্তর্জাতিক সংযোগ’ হিসেবে তুলে ধরেছে, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে চুক্তিটি এখন বিতর্কের কেন্দ্রে।
বিশেষজ্ঞদের মতে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের পাকিস্তানপ্রীতি ও ভারতের বিরুদ্ধে মন্তব্যের জেরে জনমনে ক্ষোভ জমেছে। এরই মধ্যে ভারতের কিছু ছোট ব্যবসায়ী ও অনলাইন খুচরা বিক্রেতা তুরস্কের পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে।
এছাড়া, সরকারি সূত্র অনুযায়ী, এয়ার ইন্ডিয়া ইতোমধ্যেই ইন্ডিগোর তুর্কিশ অংশীদারিত্ব নিয়ে আপত্তি জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা বলছে, ব্যবসায়িক প্রতিযোগিতা ছাড়াও, জাতীয় নিরাপত্তার দিক থেকে বিষয়টি বিবেচনা করা উচিত।
এর আগে ভারত সরকার তুরস্কের গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি সেলেবির নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নেওয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে ভারতীয় আদালতে মামলা দায়ের করেছে সেলেবির ভারতীয় শাখা।
বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে ভারত-তুরস্ক বাণিজ্য ও বেসামরিক বিমান পরিষেবার ওপর এই রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব আরও বাড়তে পারে। সব মিলিয়ে, ইন্ডিগোর তুর্কিশ অংশীদারিত্ব ভারতের কূটনৈতিক ও ব্যবসায়িক পরিমণ্ডলে এখন আলোচনার কেন্দ্রে।
শীর্ষনিউজ/এনআরএফ