বৃহস্পতিবার, ২২-মে ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
  • আন্তর্জাতিক
  • »
  • পাকিস্তান-ভারতের বৈঠকে শেহবাজের পছন্দ সৌদি আরব

পাকিস্তান-ভারতের বৈঠকে শেহবাজের পছন্দ সৌদি আরব

shershanews24.com

প্রকাশ : ২২ মে, ২০২৫ ১২:৫০ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা : পাকিস্তান-ভারতের মধ্যে বৈঠকের জন্য নিরপেক্ষ হিসেবে সৌদি আরবকে উপযুক্ত মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ডন জানায়, বুধবার (২১ মে) এ কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বাসভনে একদল টিভি উপস্থাপকের সঙ্গে কথা বলার সময় শেহবাজ বলেন, ভারতের সঙ্গে কাশ্মীর, পানি, বাণিজ্য ও সন্ত্রাসবাদ ইস্যুতে আলোচনা করা হবে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল প্রদানের ক্ষেত্রে তিনি পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এর প্রেসিডেন্ট নওয়াজ শরিফের সঙ্গে আলোচনা করেছেন। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তৃতীয় কোনো ভেন্যু নির্বাচনের সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে চীনকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেয়ার বিষয়টি উড়িয়ে দেন শেহবাজ। তিনি বলেন, ভারত এতে কখনও রাজি হবে না।

ওই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একজন  বলেন, তৃতীয় নিরপেক্ষ দেশে হিসেবে সৌদি আরবে আলোচনার ক্ষেত্রে ভারত রাজি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। 
শীর্ষনিউজ/এনআরএফ