
shershanews24.com
প্রকাশ : ২১ মে, ২০২৫ ০৫:৪২ অপরাহ্নশীর্ষনিউজ, আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্লকের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস মঙ্গলবার (২০ মে) ঘোষণা করে বলেন, আজ আমরা সিরিয়ার ওপর থেকে আমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
ব্রাসেলসে মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর কালাস বলেন, আমরা সিরিয়ার জনগণকে একটি নতুন, অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ সিরিয়া পুনর্গঠনে সহায়তা করতে চাই। গত ১৪ বছর ধরে ইইউ সর্বদা সিরিয়ার জনগণের পাশে দাঁড়িয়েছে এবং তা করে যাবে।
আহমেদ আল-শারার নেতৃত্বে সশস্ত্র বিদ্রোহীরা বাশার আল-আসাদকে সরিয়ে জানুয়ারির শেষের দিকে একটি অন্তর্বর্তী সরকার গঠন করে। এরপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা নতুন সরকারের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দেয়।
সবশেষ গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট সিরিয়ার আল-শারার সঙ্গে দেখা করে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলেন। এরপর ইউরোপীয় ইউনিয়নও একই পথে হাঁটল।
এদিকে, সিরিয়ার অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি ইইউকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এ সিদ্ধান্ত সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করবে।
শীর্ষনিউজ/এওয়াই