সোমবার, ১২-মে ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

কমেছে পাকিস্তানের শেয়ার সূচক

shershanews24.com

প্রকাশ : ১১ মে, ২০২৫ ০৮:৪৭ অপরাহ্ন

শীর্ষনিউজ, ডেস্ক: যুদ্ধের আবহে এক সপ্তাহে পাকিস্তানের শেয়ার সূচক কমেছে ৬,৯৩৯ পয়েন্ট ঘটনাবহুল সপ্তাহ পার করেছে পাকিস্তানের শেয়ারবাজার। গত সপ্তাহে পাকিস্তান-ভারত যুদ্ধের উত্তেজনায় দেশটির প্রধান শেয়ার সূচক কেএসই-১০০ ইনডেক্সের পতন হয়েছে ৬ হাজার ৯৩৯ পয়েন্ট বা ৬ দশমিক ১ শতাংশ। সূচকটি নেমে এসেছে ১ লাখ ৭ হাজার পয়েন্টে।

শুক্রবার পাকিস্তানের শেয়ারবাজার কিছুটা ঘুরে দাঁড়ালেও সামগ্রিকভাবে গত সপ্তাহে মন্দাভাব ছিল দেশটির শেয়ারবাজারে। এর মধ্যে অর্থনীতিতে গতি আনতে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তান নীতি সুদহার ১০০ ভিত্তি পয়েন্ট কমিয়ে ১১ শতাংশে নামিয়ে এনেছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের

সপ্তাহের প্রথম দিন অর্থাৎ গত সোমবার পাকিস্তান স্টক এক্সচেঞ্জের সূচক কিছুটা পড়ে যায়। ভারত যেকোনো সময় আক্রমণ করবে এমন আশঙ্কার সঙ্গে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত অবস্থান নিয়েও ছিল অনিশ্চয়তা। 
সোমবার দিনের শুরুতে সূচক ১ হাজার ৩৬ পয়েন্ট পর্যন্ত কমে গেলেও শেষমেশ পতন হয় ১১ দশমিক ৭০ পয়েন্ট।মঙ্গলবার কেএসই-১০০ সূচকের পতন হয় ৫৩৪ পয়েন্ট। সেদিন নীতি সুদহার কমানো হলেও ভারত আক্রমণ করতে পারে ।এই আশঙ্কায় শেয়ারবাজারে বড় পতন হয়। বুধবারও পাকিস্তানের শেয়ারবাজারের মূল সূচক কেএসই-১০০-এর পতন হয় ৬ হাজার ৫৬০ দশমিক ৮২ পয়েন্ট বা ৫ দশমিক ৮৯ শতাংশ।বৃহস্পতিবারও বড় পতন হয়। সেদিন কেএসই-১০০ সূচকের পতন হয় ৬ হাজার ৪৮২ পয়েন্ট। সেদিন সূচক নেমে আসে ১ লাখ ৩ হাজার ৫২৭ পয়েন্টে।

এরপর শুক্রবার পাকিস্তানের বাজার অনেকটা ঘুরে দাঁড়ায়। সেদিন সূচকের উত্থান হয় ৩ হাজার ৬৫০ পয়েন্ট। ফলে বৃহস্পতিবার যে বড় ক্ষতি হয়েছিল, তা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়। সেদিন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পর্ষদ সভায় পাকিস্তানের ঋণের কিস্তি ছাড় করা নিয়ে বৈঠক ছিল। সেই আশায় বাজার অনেকটা ঘুরে দাঁড়ায়। সেদিন ঋণের কিস্তি অনুমোদন করে আইএমএফ।

যুদ্ধ যুদ্ধ ভাবের মধ্যে কয়েক দিন ধরেই ভারত ও পাকিস্তানের ব্যবসায়ী মহল তাদের শঙ্কার কথা জানিয়ে আসছিল। সংঘাত চললে বা দুই দেশ পুরোপুরি যুদ্ধে জড়িয়ে পড়লে বেশি ক্ষতি হবে পাকিস্তানের। ভারতকেও জের টানতে হবে।
পাকিস্তানের ব্যবসায়ীরাও কয়েক দিন ধরে ভারতের সঙ্গে উত্তেজনা হ্রাস করার বিষয়ে সোচ্চার। দ্য ডনের সংবাদে পাকিস্তানের করপোরেট খাতের নেতৃত্বকে উদ্ধৃত করে বলা হয়েছে, এই সংঘাতে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা বিনষ্ট হবে। বিশেষ করে বিশ্ববাণিজ্যে যখন আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব বাড়ছে, তখন এই সংঘাত দক্ষিণ এশিয়ার জন্য কাল হয়ে দাঁড়াবে বলে মনে করেন তাঁরা। 

পাকিস্তানের ব্যবসায়ীরা মনে করেন, সংঘাতের কারণে পাকিস্তানের পুঁজিবাজার, মুদ্রাবাজার ও সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে শেয়ারবাজারে রক্তক্ষরণ শুরু হয়েছে। সরবরাহ ব্যবস্থা নিয়ে তাঁরা বলেন, ওষুধ সরবরাহে সমস্যা হবে। কারণ, ওষুধের উপকরণের জন্য পাকিস্তান ভারতের ওপর অনেকাংশে নির্ভরশীল।এই উত্তেজনা চলতে থাকলে ব্যবসা-বাণিজ্যের বড় ক্ষতি হবে, যা এড়ানোর পথ থাকবে না।

পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি এমনিতেই ভালো নয়। এই বাস্তবতায় আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস বলেছে, ভারতের সঙ্গে উত্তেজনা বাড়লে পাকিস্তানের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে। বিদেশি ঋণ পাওয়া দেশটির পক্ষে কঠিন হয়ে যেতে পারে।

শীর্ষনিউজ/ মৌসুমী