রবিবার, ২৫-মে ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
  • আন্তর্জাতিক
  • »
  • গাজায় মৃত্যুর মিছিল থামছেই না, প্রাণহানি ছাড়াল ৫৩ হাজার ৯০০

গাজায় মৃত্যুর মিছিল থামছেই না, প্রাণহানি ছাড়াল ৫৩ হাজার ৯০০

shershanews24.com

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০৮:৪২ পূর্বাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো গণহত্যার রূপ এখন কোনো পরিসংখ্যানে আটকে রাখা যাচ্ছে না। প্রতিদিনই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে নতুন কোনো পাড়া, নিথর হয়ে যাচ্ছে শিশু, নারী ও বৃদ্ধের শরীর। মৃত্যুর সংখ্যা যেন এক শোকগাথা হয়ে লেখা হচ্ছে ইতিহাসের রক্তাক্ত পৃষ্ঠায়—এ পর্যন্ত নিহতের সংখ্যা পেরিয়ে গেছে ৫৩ হাজার ৯০০।

হামাসকে দমন এবং জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের এই বেপরোয়া সামরিক আগ্রাসন এখন আর কোনো ‘অভিযান’ নয়—এটি একটি পরিকল্পিত নিধনযজ্ঞ। নিরাপদ আশ্রয় বলেও কিছু অবশিষ্ট নেই গাজায়। বোমা ও ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত প্রতিটি অঞ্চলই যেন পরিণত হয়েছে একেকটি গণকবরে।

রোববার (২৫ মে) তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে উঠে আসে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৭৯ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ২১১ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ দমন অভিযানে এখন পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৯ জন।

১৫ মাসব্যাপী এই হত্যাযজ্ঞের মাঝে গত জানুয়ারিতে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল একপাক্ষিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু সেটিও টেকেনি বেশিদিন। মার্চ মাসের মাঝামাঝি ফের শুরু হয় বোমাবর্ষণ। এরপর থেকে আরও এক দফা রক্তঝরা ইতিহাস রচিত হচ্ছে গাজার বুকে।

গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলায় নিহত হয়েছেন ৩ হাজার ৭৪৭ জন, আহতের সংখ্যা ১০ হাজার ৬০০ ছাড়িয়েছে। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভেঙে নেতানিয়াহুর সরকার যেন পুরো গাজাকেই মানচিত্র থেকে মুছে দিতে চায়।

ক্ষুধা, পিপাসা, ওষুধ ও আশ্রয়ের অভাবে আজ গাজা এক জীবন্ত মৃত্যুপুরী। আর প্রতিদিন সেখানে শিশুদের কান্না, মায়ের আহাজারি, আর ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসা রক্তাক্ত নিথর শরীরগুলো কেবল একটি কথাই বলছে—এই হত্যাযজ্ঞ আর কতকাল?

শীর্ষনিউজ/এনআরএফ