রবিবার, ১৮-মে ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
  • বিনোদন
  • »
  • কালবৈশাখীর কবলে ইত্যাদির আয়োজন 

কালবৈশাখীর কবলে ইত্যাদির আয়োজন 

shershanews24.com

প্রকাশ : ১৮ মে, ২০২৫ ০৪:২৪ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঝিনাইদহ: দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ বরাবরই দেশের বিভিন্ন প্রান্তে ধারণ করা হয়। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হচ্ছে ঝিনাইদহে। এই জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তম কৃষি খামার দত্তনগর বীজ উৎপাদন খামারে এবারের পর্ব ধারণ করা হবে। শনিবার (১৭ মে) রং-বেরঙে সাজানো হয়েছে দত্তনগর কৃষি ফার্মের ঐতিহাসিক কুশাডাঙ্গা বটতলা প্রাঙ্গণ।
 
‘ইত্যাদি’ আয়োজনকে ঘিরে ঝিনাইদহ জেলাসহ আশেপাশের জেলা উপজেলা থেকে দর্শকদের ঢল নামে। তবে বাঁধ সাধে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি।

মহেশপুরের স্থানীয়রা গণমাধ্যমকে বলেন, বিকেল ৪টা থেকে অনুষ্ঠান এলাকায় দর্শকে ভরে যায়। কিন্তু সন্ধ্যা ৬টার অনুষ্ঠান ৯টায় বাজলেও শুরু করা হয়নি। সবাই খুব বিরক্ত হয়ে গিয়েছিল। এরই মাঝে ঝড়ো বাতাস এবং বৃষ্টি হয়। যার কারণে ইত্যাদির শুটিং না দেখেই বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছি।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, ইত্যাদি আয়োজনে সার্বিক প্রস্তুতি আগে থেকে সম্পন্ন হলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। পরে আবহাওয়া স্বাভাবিক হলে রাতে অনুষ্ঠান শুরু হয়। রাত ১২টা থেকে শুরু করে রাত ৩টার পর শেষ হয়। অনুষ্ঠানে দর্শক সমাগম ভালোই ছিল।

বৃষ্টি শেষে মধ্যরাতে শুটিং শুরু হয়। উপস্থিত দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে বৃহত্তম বীজ উৎপাদন খামার। জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের প্রাণবন্ত উপস্থাপনা জমে ওঠে আয়োজন। গ্রামীণ সৌন্দর্য, ইতিহাস আর সংস্কৃতির ছোঁয়া নিয়ে এবারের ইত্যাদি সাজানো হয়েছে।

সীমান্তবাসীদের জীবনগাঁথা, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের পৈত্রিক ভিটা, এশিয়ার সর্ববৃহৎ বটবৃক্ষ বেথুলি বটগাছ ও জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাওড়ের গল্প জায়গা পাচ্ছে ‘ইত্যাদি’র এবারের পর্বে।  

(শীর্ষনিউজ/ক.ম)