
shershanews24.com
প্রকাশ : ২৪ মে, ২০২৫ ০২:৫৫ অপরাহ্নশীর্ষনিউজ, বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব না ফেরার দেশে পাড়ি জমালেন।
শুক্রবার (২৩ মে) মৃত্যু হয় এ অভিনেতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। হিন্দি, পাঞ্জাবি, দক্ষিণ ভারতীয় ছবি ও টেলিভিশনেরও জনপ্রিয় মুখ ছিলেন মুকুল দেব। শনিবার (২৪ মে) অভিনেতার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানান অভিনেতা মনোজ বাজপেয়ী।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল দেব। ভর্তি ছিলেন আইসিইউ-তে।
মনোজ বাজপেয়ী টুইট করেন, আমার এ মুহূর্তে ঠিক কী অনুভূতি হচ্ছে, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। মুকুল ছিলেন আমার আত্মিক ভাই। শিল্পী হিসাহে ওর উষ্ণতা ও আবেগ ছিল অতুলনীয়। খুব তাড়াতাড়ি চলে গেল, খুব অল্প বয়সে। ওর পরিবারের এ ক্ষতিতে শোকাহত। প্রত্যেকের জন্য প্রার্থনা করছি। মিস ইউ মেরি জান... যতক্ষণ না আমাদের আবার দেখা হয়, ওম শান্তি।
‘সন অফ সর্দার’ সিনেমায় মুকুল দেবের সঙ্গে কাজ করা অভিনেতা বিন্দু দারা সিং মুকুলের মৃত্যুর খবরটি ইন্ডিয়া টুডে-কে নিশ্চিত করেছেন।
তিনি শোকপ্রকাশ করে বলেন, মুকুলকে আর বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে না- এটা খুব কষ্টের। বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই মুকুল নিজেকে গুটিয়ে নিয়েছিলো। সে বাড়ি থেকে বের হতো না, বা কারও সঙ্গে দেখা করতো না। শেষ কয়দিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তার ভাই ও যারা তাকে ভালোবাসতেন, তাদের প্রতি আমার সমবেদনা। মুকুল এক অসাধারণ মানুষ ছিলেন। আমরা সবাই তাকে ভীষণ মিস করবো।
মুকুলের বন্ধু এবং অভিনেত্রী দীপশিখা নাগপালও তার সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রদ্ধা জানান। ইন্ডিয়া টুডে-কে তিনি বলেন, মুকুল কখনোই নিজের অসুস্থতা নিয়ে কারও সঙ্গে কিছু বলতো না। আমাদের একটা বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিলো, যেখানে আমরা প্রায়ই কথা বলতাম। সকালে ঘুম থেকে ওঠে ওর মৃত্যুর খবর পাই। তখন থেকেই ওর নম্বরে বারবার ফোন করছি, ভাবছি যদি ধরেই ফেলে!
প্রসঙ্গত, মুকুল দেব-এর জন্ম ১৯৭০ সালের ১৭ সেপ্টেম্বর এক পাঞ্জাবি পরিবারে। তিনি একজন ভারতীয় অভিনেতা ছিলেন যিনি হিন্দি, পাঞ্জাবি, তেলুগু, তামিল, কন্নড়, বাংলা এবং মালয়ালম ছবিতে অভিনয় করেছেন। আবার একই সঙ্গে টেলিভিশনেও কাজ করেছেন। ১৯৯৬ সালে টিভি সিরিজ ‘মুমকিন’ দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়। আবার ওই একই বছর ‘দাস্তাক’ ছবিতে সুস্মিতা সেনের সঙ্গে অভিনয় করে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। পরবর্তী সময়ে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘সন অফ সর্দার,’ ‘আর... রাজকুমার’, ‘ডন’ এবং ‘জয় হো’-র মতো ব্যবসাসফল ছবিতে তিনি অভিনয় করেন। আবার তিনি ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’-এর মতো বাংলা ছবিতে জিৎ-এর সঙ্গে অভিনয় করেছিলেন।
দিল্লির সেন্ট কলম্বাস স্কুল থেকে পড়াশোনা করেন মুকুল দেব। ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ অ্যাভিয়েশন থেকে বিমান চালনাও শিখেছিলেন তিনি। মুকুল ভারতের জনপ্রিয় অভিনেতা রাহুল দেবের ভাই।
শীর্ষনিউজ/এওয়াই