শনিবার, ২৪-মে ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
  • বিনোদন
  • »
  • ঐশ্বরিয়ার চেহারা নিয়ে কটাক্ষ : দিলেন মোক্ষম জবাব

ঐশ্বরিয়ার চেহারা নিয়ে কটাক্ষ : দিলেন মোক্ষম জবাব

shershanews24.com

প্রকাশ : ২৪ মে, ২০২৫ ০১:০৩ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা : বলিউডের ‘কালজয়ী রূপসী’ বলতেই প্রথম যে নামটি মাথায় আসে, সেটি ঐশ্বরিয়া রায় বচ্চন। বিশ্বসুন্দরীর মুকুট মাথায় তুলে নেওয়া এ অভিনেত্রী শুধুই রূপে নয়, মেধা, ব্যক্তিত্ব আর দৃঢ়তায়ও আজ এক অনন্য নাম। তবে তার এই যাত্রা ছিল না একেবারে মসৃণ। বিশেষ করে মা হওয়ার পর, একেবারে নতুন এক লড়াইয়ে নামতে হয়েছিল তাকে-‘বডি শেমিং’-এর বিরুদ্ধে।

২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঐশ্বরিয়া। ২০১১ সালে জন্ম হয় তাঁদের একমাত্র কন্যা, আরাধ্য বচ্চনের। তখন তাঁর বয়স ৩৮। মাতৃত্বের স্বাভাবিক শারীরিক পরিবর্তনের ফলে কিছুটা ওজন বেড়ে যায় ঐশ্বরিয়ার। আর সেই সুযোগেই সক্রিয় হয়ে ওঠে সামাজিক মাধ্যমের সমালোচনাকারীরা।

মাতৃত্বের পরের বছরগুলোতে ঐশ্বরিয়াকে নিয়মিতই শুনতে হয়েছে, “তিনি আর আগের মতো রূপসী নন।” কেউ বলেছে “মোটা হয়ে গেছেন”, কেউবা “বউদি টাইপ” বলেও ঠাট্টা করেছে। তবে, ঐশ্বরিয়া ছিলেন নির্ভীক।
এক সাক্ষাৎকারে তিনি ধৈর্যচ্যুত হয়ে নিন্দুকদের উদ্দেশে বলেছিলেন, “আমি মোটা হয়েছি তো আপনাদের কী সমস্যা হয়েছে? আমার চেহারা নিয়ে আপনাদের এত আগ্রহ কীসের?”

তিনি আরও বলেন, “এই মুহূর্তে আমার সবচেয়ে বড় অগ্রাধিকার আমার মেয়ে আরাধ্য। আমি যেমন আছি, তেমনই ভালো আছি। নিজের ওজন নিয়ে চিন্তিত হওয়ার কিছু দেখি না।”

ঐশ্বরিয়া এক কথায় বুঝিয়ে দেন—তিনি যদি চেতেন, ১৫ দিনেই নিজের শরীরকে পুরোনো রূপে ফিরিয়ে আনতে পারতেন। কিন্তু সেটা ছিল না তাঁর তখনকার অগ্রাধিকার।

১৪ বছরের বেশি সময় পেরিয়ে গেছে সেই সাহসী বক্তব্যের পর। ঐশ্বরিয়া এখনো দাঁড়িয়ে আছেন বলিউডের স্টাইল ও সৌন্দর্যের অন্যতম প্রতীক হয়ে। বয়সকে থামিয়ে দিয়ে, নতুনত্বে মোড়ানো প্রতিটি লুকে আজও তিনি অনন্য।

বর্তমানে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে শুভ্র সাদা বেনারসি শাড়ি ও নতুন লুকে হাজির হয়ে আবারও প্রমাণ করেছেন-রূপ, আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বের চূড়ান্ত সংমিশ্রণই হলেন তিনি। ভক্তরা মুগ্ধ, আর নিন্দুকরা নীরব।

শীর্ষনিউজ/এনআরএফ