সোমবার, ১৯-মে ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
  • শিক্ষা
  • »
  • নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট

নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট

shershanews24.com

প্রকাশ : ১৮ মে, ২০২৫ ০৬:১৫ অপরাহ্ন

 

শীর্ষনিউজ, ঢাকা

নারায়ণগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে ২০২৩ সালে একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় তৎকালীন সরকার। তবে বিশ্ববিদ্যালয়টিতে এখনও উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। শুরু হয়নি একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমও। অথচ একটি প্রতারক চক্র বিশ্ববিদ্যালয়টির নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে।

ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে শিক্ষার্থী ভর্তির অবৈধ কার্যক্রম পরিচালনা করছে, যা সম্প্রতি ইউজিসির নজরে এসেছে।

ইউজিসির সংশ্লিষ্ট বিভাগ বিশ্ববিদ্যালয়টির নামে প্রতারক চক্রের পরিচালিত ওয়েবসাইট পর্যালোচনা করেছে। এতে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ভারতের কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ব্যবহার করা হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অবকাঠামোর ছবি ব্যবহার করা হয়েছে।

ভুয়া তথ্য বিভ্রান্ত হয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন কিংবা ভর্তি সংক্রান্ত পদক্ষেপ না নেওয়ার জন্য শিক্ষার্থী অভিভাবকদের সতর্ক করেছে ইউজিসি।

শীর্ষনিউজ/ বান্না