রবিবার, ২৫-মে ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
  • শিক্ষা
  • »
  • কিছু মানুষের বিশ্বাসঘাতকতা ও গাদ্দারির কারণে জুলাইয়ের ঐক্য বিনষ্ট হয়েছে

কিছু মানুষের বিশ্বাসঘাতকতা ও গাদ্দারির কারণে জুলাইয়ের ঐক্য বিনষ্ট হয়েছে

shershanews24.com

প্রকাশ : ২৪ মে, ২০২৫ ০৬:৪৬ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাবি: বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি এস এম ফরহাদ বলেছেন, ‘কিছু মানুষের গাদ্দারির জন্য জুলাইয়ের ঐক্য বিনষ্ট হয়েছে। ঐক্য ধরে রাখার জন্য আমরা সবগুলো ছাত্রসংগঠনের সাথে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছি। এই ঐক্য নষ্ট হয়েছে কিছু মানুষের গাদ্দারি ও বিশ্বাসঘাতকতা ও জুলাইকে কুক্ষিগত করে নিজেদের মতো করে ফ্রেম করার কারণে।’

শনিবার (২৪ মে) বিকেলে ঢাবির সূর্যসেন হল ক্যাফেটেরিয়ার সামনে শিক্ষার্থীদের জন্য ঠাণ্ডা পানির মেশিন স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এস এম ফরহাদ বলেন, ‘আমরা এই তীব্র গরমে শিক্ষার্থীদের ঠাণ্ডা পানির চাহিদার কথা বিবেচনা করে ঢাবির প্রতিটা হলে কয়েকটি করে ঠাণ্ডা পানির মেশিন স্থাপনের প্রক্রিয়া শুরু করেছি। ইতিমধ্যেই আমরা কয়েকটি হলে তা স্থাপন করেছি। অবশিষ্ট হলগুলোতে আজকের মধ্যে পৌঁছে যাবে।’

তিনি বলেন, ‘প্রত্যেকটা হলেই কয়েকটা ভবন রয়েছে। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ভবনে কমপক্ষে একটা করে ওয়াটার ডিসপেনসার স্থাপন করতে। এছাড়াও আইবিএ হোস্টেলসহ আরো কিছু হোস্টেল রয়েছে। সেগুলোতেও আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ওয়াটার ডিসপেনসার পৌঁছে যাবে।’

ঢাবি শিবির সভাপতি জানান, ‘মোট ১৫ লাখ টাকা ব্যয়ে ৬০টির অধিক ঠাণ্ডা পানির মেশিন স্থাপন করা হবে। পরবর্তীতে এগুলোর কোনো যন্ত্রাংশ নষ্ট হলে সেটা ঠিক করার ব্যয়ভারও শিবির বহন করবে।’

ডাকসু নির্বাচনের দাবিতে অনশনরতদের ব্যাপারে শিবিরের অবস্থান কি- এমন প্রশ্নের জবাবে ফরহাদ বলেন, ‘তাদের অনশনের প্রতি আমাদের পূর্ণ সংহতি রয়েছে। ইতোমধ্যেই আমাদের টিম গিয়ে তাদের সাথে সংহতি জানিয়ে এসেছে। আমরা আশা করবো ঈদের ছুটির পূর্বেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুর তফসিল ঘোষণা করবেন।’

শীর্ষনিউজ/এ. সাঈদ