শনিবার, ২৪-মে ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
  • শিক্ষা
  • »
  • ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জবি শিক্ষার্থী ধ্রুব

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জবি শিক্ষার্থী ধ্রুব

shershanews24.com

প্রকাশ : ২৪ মে, ২০২৫ ০১:২৭ অপরাহ্ন

শীর্ষনিউজ, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জানা যায়, ওই শিক্ষার্থীর নাম আর ধ্রুব। তিনি রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (১৬ ব্যাচ) শিক্ষার্থী।  

শুক্রবার (২৩ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি তার ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি জানান।

আব্দুর রহমান ধ্রুব’র বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে। তিনি ঢাকা দায়রা জজ থেকে হলফনামার মাধ্যমে গত ২৩ ফেব্রুয়ারি ইসলাম গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তার এই সিদ্ধান্ত বাংলাদেশের সংবিধানসম্মত অধিকার বলেও তিনি জানিয়েছেন।

সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'যারা সত্য খুঁজছেন, একবার কুরআন পড়ুন খোলা মন নিয়ে। সত্য চাইলে, নিশ্চয়ই আল্লাহ পথ দেখাবেন। আমি সেই পথেই শান্তি পেয়েছি।'

তিনি আরও জানান, 'বহুদিন ধরে তিনি মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন এবং জীবনে নানা সংকটে পড়েছিলেন। সেই সময়গুলোতে তিনি একাধিকবার জীবনের আশা হারিয়ে ফেললেও, প্রতিবারই এক অদৃশ্য শক্তি তাকে রক্ষা করেছে সেই অভিজ্ঞতার আলোকে তিনি ধর্ম সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রশ্ন করতে শুরু করেন, যার উত্তর তিনি খুঁজে পান ইসলাম ধর্মে।

তিনি আরও বলেন, আমি একসময় বহু দেব-দেবীতে বিশ্বাস করতাম, কিন্তু গভীরভাবে শান্তি খুঁজে পাইনি। কুরআন পড়েই আমি প্রথম সেই প্রশ্নগুলোর জবাব পেয়েছি।

নিজের পরিবার পরিচিতজনদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম করা পোস্টটিতে ধ্রুব বলেন, 'আমি জানি, সবাই এই সিদ্ধান্ত সহজভাবে নেবে না। তবে আমি চাই, আপনারা অন্তত একবার কুরআন পড়ুনতর্কের জন্য নয়, সত্য জানার জন্য '।

 

শীর্ষনিউজ/প্রতিনিধি/এমকে