বৃহস্পতিবার, ২২-মে ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
  • অর্থনীতি
  • »
  • ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টম হাউস 

ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টম হাউস 

shershanews24.com

প্রকাশ : ২১ মে, ২০২৫ ০৫:৩৯ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: আমদানি-রফতানি বাণিজ্য নির্বিঘ্ন রাখতে আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত (ঈদুল আজহার দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন খোলা থাকবে। এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

এর আগে গত ১৪ মে পোশাক রপ্তানির ক্ষেত্রে সময়ের গুরুত্ব উল্লেখ করে এনবিআরে চিঠি দেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক মো. আনোয়ার হোসেন। তিনি চিঠিতে জানান, রফতানিতে কোনো ধরনের বিলম্ব অর্থনৈতিক ক্ষতি ও বৈদেশিক মুদ্রা আয় ব্যাহত করতে পারে। বিজিএমইএর এই অুনরোধের পর ঈদের দিন ছাড়া বাকি ছুটির সময়ে সব কাস্টমস হাউস ও স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
 
দেশের রফতানি খাতকে সচল রাখা এবং তৈরি পোশাক শিল্পকে আন্তর্জাতিক সময়সীমা পূরণে সহায়তা করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর।  -ইউএনবি

(শীর্ষনিউজ/ক.ম)