রবিবার, ১৮-মে ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
  • অর্থনীতি
  • »
  • আমদানিতে ভারতের বিধিনিষেধ, করণীয় নির্ধারণে কাজ চলছে: বাণিজ্য উপদেষ্টা 

আমদানিতে ভারতের বিধিনিষেধ, করণীয় নির্ধারণে কাজ চলছে: বাণিজ্য উপদেষ্টা 

shershanews24.com

প্রকাশ : ১৮ মে, ২০২৫ ০৪:০৮ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধের বিষয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনেছেন। তার ভিত্তিতে বিচার–বিশ্লেষণ শুরু হয়েছে। বাংলাদেশের কী করণীয়, তা নির্ধারণের কাজ শুরু হয়ে গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বলেও উল্লেখ করেছেন উপদেষ্টা। 

রোববার ( ১৮ মে) সচিবালয়ে সাংবাদিকদের এসব বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 

ট্রান্সশিপমেন্ট বন্ধের ধারাবাহিকতায় এটা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, তার ধারাবাহিকতায় হয়নি। এর ফলে ভারতের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। ভৌগোলিক কারণে আমরা পরস্পরের ওপর নির্ভরশীল। পরিস্থিতি বুঝতে দু-এক দিন লাগবে; এরপর করণীয় ঠিক করা হবে।’

আমদানির বিষয়ে ভারতের এমন সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ভারতে আমাদের আসবাব খুব বেশি রপ্তানি হয় না; সেই তুলনায় পোশাকের বড় রপ্তানি হয়। আমাদের দেশ থেকে যে রপ্তানি হয়, তার মূল কারণ প্রতিযোগিতা সক্ষমতা। আমরা আশা করছি, উভয় দেশের ভোক্তা ও ব্যবসায়ীর স্বার্থে এটা চলমান থাকবে।’

 শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমরা বাণিজ্য উদারীকরণে বিশ্বাসী। ব্যবসায় অন্তর্ভুক্তি বাড়াতে কাজ করতে হবে। ভোক্তা ও ব্যবসায়ীর স্বার্থ রক্ষা করা আমাদের কাজ। ভারতের সঙ্গে আমাদের যে ব্যবসা, তাতে ভারতের পাল্লাই ভারী। এক দিনে এই বাণিজ্য–ঘাটতি কমবে না। এটা দূর করতে বেশ সময় লাগবে।’

(শীর্ষনিউজ/ক.ম)