শুক্রবার, ১৬-মে ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হাজার হাজার ঘরবাড়ি 
ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি 

লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হাজার হাজার ঘরবাড়ি 

shershanews24.com

প্রকাশ : ১৫ মে, ২০২৫ ০৭:৪৩ অপরাহ্ন

শীর্ষনিউজ, লালমনিরহাট: লালমনিরহাটে হঠাৎ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি। এসময় বিভিন্ন ফসল ও বড় বড় গাছপালা ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লালমনিরহাট সদর উপজেলাসহ তিন উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে এই কালবৈশাখী ঝড় আঘাত হানে। বাতাসের তীব্রতায় ঘরবাড়ি, গাছপালা ও নানা স্থাপনা সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 

বুধবার (১৪ মে) গভীররাতে লালমনিরহাট জেলায় এই কালবৈশাখী ঝড় আঘাত হানে। 

প্রাথমিকভাবে জানা গেছে, কালবৈশাখী ঝড়ে হাজার হাজার ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ো বাতাসে আম, লিচু, ভুট্টা, গম, ধান ও বাদাম সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে গেছে। যে কারণে ওইসব স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় ১ ঘণ্টা স্থায়ী হওয়া ঝড়ে চাপারহাট আঞ্চলিক সড়কে গাছ উপড়ে পড়ায় ওই সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়হার। এসময় তিনি সাংবাদিকদের জানান, লালমনিরহাট জেলার বিভিন্ন ইউনিয়নে বেশ কিছু ঘরবাড়ি এবং উঠতি ফসলের ক্ষতি হয়েছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে তালিকা অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থ ও মানবিক সহায়তা প্রদান করা হবে। 

শীর্ষনিউজ/প্রতিনিধি/রুবি