বৃহস্পতিবার, ১৫-মে ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

পাংশায় ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু

shershanews24.com

প্রকাশ : ১৫ মে, ২০২৫ ০৩:০৪ অপরাহ্ন

শীর্ষনিউজ , রাজবাড়ী :  রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় জয় শেখ (১৬) নামে এক কিশোর ভ্যানচালক নিহত হয়েছেন।
 

বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের আমতলা এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
 

নিহত জয় শেখ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের মাশালিয়া গ্রামের বাসিন্দা কালাম শেখের ছেলে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, জয় ভোরে তার ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। পথে আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে জয় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা জয়কে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তাসকিয়া জেসমিন জানান, “গুরুতর আহত অবস্থায় জয় শেখকে খুব ভোরে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
 

ব্যাপারে পাংশা হাইওয়ে থানা পুলিশের ওসি মো: হারুন-অর রশিদ বলেন, ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিবারের পক্ষ থেকে পুলিশ কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর ট্রাকটি আটকের চেষ্টা করা হচ্ছে

শীর্ষনিউজ/প্রতিনিধি