বৃহস্পতিবার, ১৫-মে ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • নীলফামারীতে ট্রেনের নিচে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা 

নীলফামারীতে ট্রেনের নিচে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা 

shershanews24.com

প্রকাশ : ১৫ মে, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ন

শীর্ষনিউজ, নীলফামারী: নীলফামারী পুরাতন স্টেশনের প্লাটফম থেকে ট্রেনের নিচে লাফ দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি আত্মহত্যা করেছে।  ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর । বুধবার বিকেল ৫টার দিকে এ  ঘটনা ঘটেছে।

স্থাানীয়রা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটী গামী “রুপসা এক্সপ্রেস” ট্রেনটি নীলফামারী পুরাতন রেল স্টেশনে প্রবেশের সময় ট্রেনের ইঞ্জিনের সামনে লাফ দেয় ওই ব্যক্তি। এতে শরীর থেকে তার মাথা ও ১ টি হাত বিছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরনে ছিল কালো ফুল প্যান্ট ও সাদা জামা এবং একটি লাল গামছা। 


নীলফামারী পুরাতন স্টেশনের স্টেশন মাস্টার ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের জন্য সৈয়দপুর রেলওয়ে থানাকে খবর দেয়া হয়েছে।
শীর্ষনিউজ/প্রতিনিধি/এম