রবিবার, ২৫-মে ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • কুষ্টিয়ায় ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক  

কুষ্টিয়ায় ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক  

shershanews24.com

প্রকাশ : ২৪ মে, ২০২৫ ০৫:২৬ অপরাহ্ন

প্রনব কুমার পাল, কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় দুই নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) দুপুরে উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই যুবকের নাম বোরহান উদ্দিন (২০) তিনি উপজেলার সাতবাড়ীয়া এলাকার আফতাব উদ্দিনের ছেলে।

শুক্রবার দুপুরে দুই নারী শিক্ষার্থী ভেড়ামারা উপজেলার বড় মসজিদ গলির রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। সময় অভিযুক্ত ওই যুবক তার কয়েকজন বন্ধুরা একই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক নারীর শরীরে হাত দিয়ে স্পর্শে উত্ত্যক্ত করে। এসময় ওই নারী প্রতিবাদ করলে পালিয়ে যায় তারা।

উত্ত্যক্ত করার ভিডিওটি পাশের একটি দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পরে। এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

বিষয়টি পুলিশের নজরে আসলে স্থানীয় লোকজনের সহায়তায় ওই যুবককে আটক করে পুলিশ।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, ' ব্যাপারে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে’।   

শীর্ষনিউজ/প্রতিনিধি/এমকে