রবিবার, ২৫-মে ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • দিনাজপুরে গ্রেফতার ১০: স্টোর রুমে লুকিয়েও রক্ষা পাননি আ.লীগ নেতা

দিনাজপুরে গ্রেফতার ১০: স্টোর রুমে লুকিয়েও রক্ষা পাননি আ.লীগ নেতা

shershanews24.com

প্রকাশ : ২৪ মে, ২০২৫ ০৫:০৮ অপরাহ্ন

শীর্ষনিউজ, দিনাজপুর: দিনাজপুরে স্টোর রুমে পরিত্যক্ত ব্যানার দিয়ে নিজেকে ঢেকে লুকিয়ে থাকার পরও  গ্রেফতার এড়াতে পারেনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা।

শুক্রবার (২৩ মে) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ। অভিযানে পতিত স্বৈরাচারের সহযোগিতার অভিযোগে বিভিন্ন মামলার এজাহার ভুক্ত ১০ জন আ.লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে দিনাজপুর সদরের ১ নং চেহেলগাজী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আজগর আলী বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে স্টোর রুমে পরিত্যক্ত ব্যানার দিয়ে নিজেকে ঢেকে লুকিয়ে রাখার চেষ্টা করে। এতেও শেষ রক্ষা হয়নি তার। গ্রেফতার হতে হয় তাকে।

গ্রেফতার হওয়া অন্যান্যরা হলেন, শহরের লালবাগ এলাকার মুনতাসির মাহমুদ মিলন, সাখাওয়াত হোসেন রাফি, বাশেরহাট এলাকার রকি হাসান, রামনগর এলাকার অ্যাড. মো. মোকছেদুর রহমান শাহজাদা, মো. আনোয়ার হোসেন, মহাদেবপুর এলাকার মো. সাদিকুল ইসললাম, চেহেলগাজী এলাকার নজরুল ইসলাম, শেখপুরা এলাকার শাহিনুর ইদলাম ও শহরের ঘাসিপাড়া এলাকার মো. রিয়াজুল ইসলাম রেজা।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এদের প্রত্যেকে মামলার এজাহার ভুক্ত আসামি। আজ শনিবার (২৫ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

শীর্ষনিউজ/এ. সাঈদ