০২:২৪ পূর্বাহ্ন শনিবার, ২৪-মে ২০২৫

ঐক্যের দিকে মোড় ঘুরিয়ে আনুক, বিভাজনের দিকে নয় : তাসনিম জারা 

প্রকাশ : ২৩ মে, ২০২৫ ১২:০৫ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা : ঐক্যের দিকে মোড় ঘুরিয়ে আনুক, বিভাজনের দিকে নয়,এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শুক্রবার (২৪ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তাসনিম জারা তার ওয়ালে লেখেন, গত রাত (বৃহস্পতিবার) ছিল জুলাই অভ্যুত্থানের পর থেকে অন্যতম কঠিন রাত। একটি ভাবনা আছে যা আমাকে সারা রাত জাগিয়ে রেখেছে, সেটিই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এটা দোষারোপের মুহূর্ত নয়। এটা ভাবার মুহূর্ত।

ইতিহাস আমাদের শেখায় যে, যারা পরিবর্তনের ভয় পায় তারা প্রায়শই নতুন নামে পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য ভাঙন এবং মেরুকরণের উপর নির্ভর করে।

আমাদের এখানে তা ঘটতে দেয়া উচিত নয়। আমাদের অবশ্যই দলাদলির ঊর্ধ্বে উঠতে হবে। বিপ্লব জনগণই পরিচালনা করেছে। আর সেই জনগণের প্রতিই আমাদের দায়িত্ব- সংযম দেখানো, সংলাপে এগিয়ে আসা এবং ঐক্য ধরে রাখা।

তিনি বলেন, রাজনৈতিক নেতাদের মধ্যে ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বিতা এবং অবিশ্বাস সমগ্র গণতান্ত্রিক উত্তরণকে ঝুঁকির মধ্যে ফেলছে। আমরা স্বল্পমেয়াদী হিসাব-নিকাশকে স্বাধীনতার জন্য রক্তপাতকারী জাতির আশাকে বিপন্ন করতে দিতে পারি না।

শীর্ষনিউজ/এনআরএফ
 

এই পাতার আরো খবর