০২:০১ পূর্বাহ্ন মঙ্গলবার, ২০-মে ২০২৫

সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের মশাল মিছিল 

প্রকাশ : ১৯ মে, ২০২৫ ০৮:৪৪ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারসহ ৩ দফা দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১৯ মে) রাতে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ভিসির বাসভবনের সামনে এসে শেষ হয়।
 
এ সময় সাম্য হত্যায় ৩ জনকে আটকের নাটক করা হয়েছে অভিযোগ করে ঢাবি ছাত্রদল সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস দ্রুত ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি জানান।
 
এছাড়াও বিগত দিনের অনিরাপদ ক্যাম্পাসের বিভিন্ন ঘটনায় ভিসি এবং প্রক্টরের দায় নিতে হবে বলে নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান ছাত্রদল নেতাকর্মীরা।
 
 এরআগে, ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী সাম্য প্রাণ হারান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন।
 
এ ঘটনার পরদিন বুধবার সকালে নিহত শাহরিয়ারের ভাই শরীফুল আলম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। 

শীর্ষনিউজ/ বান্না
 


 

এই পাতার আরো খবর