১২:৩৭ পূর্বাহ্ন মঙ্গলবার, ২০-মে ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ রাতে 

প্রকাশ : ১৯ মে, ২০২৫ ০৭:৩৫ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকাঃ বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে আজ রাতে। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান ও করণীয় নিয়ে আলোচনা হতে পারে এ বৈঠকে।

সোমবার (১৯ মে) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল করীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের এজেন্ডায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা প্রসঙ্গ রাখা হয়েছে। এ ছাড়া মেয়র পদে ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণ ইস্যু নিয়ে সৃষ্ট সংকট এবং করণীয় কী হবে তা নিয়ে বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। 

সূত্র আরো জানায় বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতি ও প্রকৃত খুনিদের গ্রেফতার, ভারত কর্তৃক বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপের বিষয়ে পর্যালোচনা করা হবে। 

একই সঙ্গে ভারত-পাকিস্তান সংঘাত চলাকালীন বাংলাদেশ সীমান্ত দিয়ে নীরবে ‘পুশ-ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), গত দুই সপ্তাহে প্রায় সাড়ে তিন শ মানুষকে পুশ-ইনের ঘটনা নিয়ে মন্তব্য ও পর্যালোচনাসহ সারা দেশে বিএনপির তারুণ্যের সমাবেশের সফলতা নিয়ে পর্যালোচনা করা হবে স্থায়ী কমিটির বৈঠকে।

এ ছাড়া সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে নিয়মমাফিক পর্যালোচনা হবে বলে জানা গেছে।

শীর্ষনিউজ/এওয়াই

এই পাতার আরো খবর